টেক নিউজনিউজ

গিরগিটির মত রং বদলাবে Vivo-র নতুন ফোন! লঞ্চের আগেই ফাঁস হলো দাম ও স্পেসিফিকেশন

লঞ্চ যাওয়ার আগেই প্রকাশ পেল Vivo Y সিরিজের একটি নতুন মডেলের ফিচারসহ তার মূল্য। সম্প্রতি এক বিক্রেতা অফলাইনের মাধ্যমে এই ফোন বিক্রি করা শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত এই কোম্পানি তরফে Vivo Y১০০ লঞ্চ হয়নি। জানা গিয়েছে, আগামী ১৬ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে ভিভোর এই নতুন মডেল Vivo Y১০০। তবে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন সহ দাম সম্পর্কে।

Vivo-এর নতুন মডেল Vivo Y১০০ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে, এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) ইউজার ইন্টারফেসে চলবে। এছাড়াও এই মডেলে থাকছে ৬.৩৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। স্টোরেজ সম্পর্কে জানা গিয়েছে, এই মডেলে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। র‍্যাম রয়েছে ৮ জিবি। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর দ্বারা চালিত হবে।

অন্যদিকে, Vivo Y১০০ মডেলের ক্যামেরা কোয়ালিটিও রয়েছে দুর্দান্ত। সাথে রয়েছে ফাস্ট চার্জিং। জানা গিয়েছে, ভিভোর এই নতুন মডেলর পিছনে রয়েছে দুটি বৃত্তাকার মডেল সহ বড় আয়তাকার ক্যামেরা আইল্যান্ড। এছাড়াও, এই স্মার্টফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। অন্যদিকে, এই অ্যান্ড্রয়েড সেটের সামনের ক্যামেরা রয়েছে ১৬ মেগাপিক্সেলের।

অন্যদিকে, vVvo Y১০০ মডেলের ব্যাটারিও রয়েছে ভালো। কোম্পানি তার এই নতুন মডেলে ৪,৫০০ mah-এর ব্যাটারি রেখেছে। যার চার্জের জায়গা ইউএসবি C-টাইপ। প্রায় ৪৪ ওয়াট পর্যন্ত ফ্লাশচার্জ সাপোর্ট করবে এই অ্যান্ড্রয়েড সেটে। এছাড়াও, আরও একটি চমক হল এই অ্যান্ড্রয়েডে রয়েছে তিনটি কালার ভ্যারিয়েন্ট গোল্ড, ব্লু এবং ব্ল্যাক। তবে একটি চমক হল এই সেটের পিছনের প্যানেলের রংটি সূর্যের আলোয় রং পরিবর্তন করতে সক্ষম হবে। যা এই অ্যান্ড্রয়েড সেটের একটি নতুন চমক। লঞ্চ হওয়ার আগে এই ফোনের স্পেসিফিকেশন ফাঁস হওয়ার পাশাপাশি ফাঁস হয়েছে এই ফোনের দামও। জানা গিয়েছে ৮+৬৪ জিবির এই ফোনের দাম রয়েছে ২৪, ৯৯৯ টাকা।