নিউজটেক নিউজ

সাবধান! এই ভুলগুলো করলেই আপনাকে জেলে পাঠাতে পারে আপনার Wi-Fi

বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন কাজ করার জন্য অনেকেই বাড়িতে Wi-Fi লাগায়। কিন্তু এই যন্ত্র লাগানোর পর তা নিরাপদে রাখার জন্য বেশ কিছু কাজকর্ম করা উচিত। যা অনেকেই করে না। এর ফলে পরবর্তীতে গুরুতর বিপদে পড়তে হতে পারে সেইসব ব্যক্তিদের। এমনকি জেল পর্যন্ত খাটতে হতে পারে সেইসব ব্যক্তিদের। তাই আজকের এই প্রতিবেদনে এমন কিছু উপায় বলা হবে যা এই বিপদ থেকে সেইসব ব্যক্তিদের রক্ষা করতে পারবে। তাই জেনে নিন সেই সব উপায়গুলি।

ওয়াইফাই (Wi-Fi) নিরাপদে রাখার উপায়

ওয়াইফাই (Wi-Fi) কানেকশনের লিস্ট চেক করা –

কোনো ব্যক্তি বাড়িতে যদি ওয়াইফাই লাগান তাহলে সেই ব্যক্তির ওয়াইফাই নিরাপদে রাখার জন্য কিছু সময় অন্তর অন্তর সেই ওয়াইফাই কানেকশনের লিস্ট চেক করা উচিত। দেখা উচিত কোনো অপরিচিত ব্যক্তি তার ডিভাইসের সাথে ওয়াইফাই যুক্ত করেছে কিনা। তবে যদি দেখেন কোনো ব্যক্তি জিজ্ঞাসা না করেই ওয়াইফাই কানেকশন করেছে তাহলে সেই কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া উচিত। তা না হলে পরবর্তীতে সেই ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে তাহলে তার দায় এসে পড়বে সেই ওয়াইফাই-এর মালিকের উপর।

নিয়মিত ওয়াইফাই-এর পাসওয়ার্ড পরিবর্তন করা –

ওয়াইফাই কানেকশন নিরাপদে রাখার জন্য ওয়াইফাই-এর মালিকদের বা ওয়াইফাই ব্যবহারকারীদের উচিত নিয়মিত ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করা। তা না হলে কোনো অপরিচিত ব্যক্তি যদি ওয়াইফাই-এর পাসওয়ার্ড জেনে নিয়মিত তার ডিভাইসের সাথে ওয়াইফাই যুক্ত করে পরবর্তীতে যদি কোনো অবৈধ কাজ করে তার দায় এসে পড়বে সেই ওয়াইফাই মালিকের উপর। যার জন্য জেল হেফাজতে পর্যন্ত যেতে হতে পারে ওয়াইফাই-এর মালিককে।

ওয়াইফাই এর আইপি অ্যাড্রেস –

প্রত্যেক ওয়াইফাই-এ আইপি অ্যাড্রেস থাকে, যার মাধ্যমে ইন্টারনেট সংযোগ গ্রহণকারীদের চিহ্নিত করা হয়। তাই কোনো অপরিচিত ব্যক্তি যদি তার ডিভাইসে এই ওয়াইফাই কানেকশন যুক্ত করে নানা ধরনের অসৎ কাজ করে থাকে তার সম্পূর্ণ দায় এসে পড়বে সেই ওয়াইফাই-এর মালিকের উপর। তাই সেই বিপদ এড়াতে সব সময় ওয়াইফাই আপডেট রাখা উচিত Wi-Fi মালিকদের।