স্কুল খুললেই বাড়তি দায়িত্ব শিক্ষকদের, নিতে হবে এক্সট্রা ক্লাস, বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আরও ১০ দিন বেড়েছে গরমের ছুটি। ফলসরূপ, দীর্ঘসময় গরমের ছুটির পর ১৫ জুন খুলতে চলেছে রাজ্যের স্কুলগুলি। আর স্কুল খুললেই দায়িত্ব বাড়বে শিক্ষকদের। পঠন-পাঠনের ঘাটতি পূরণের জন্য প্রয়োজন মতো নিতে হবে এক্সট্রা ক্লাস। তার সাথে রয়েছে আরও একাধিক দায়িত্ব। সাম্প্রতিক এমনটাই বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বে সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিত নিশ্চিত করতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নবান্ন। যে বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়েছিল সরকারি অফিসগুলিতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য টিফিন টাইমে শুধুমাত্র টিফিন করতে পারবে কর্মচারীরা। এছাড়া, অন্য কোনো কাজ করতে পারবে না। তবে এবার রাজ্যের শিক্ষক এবং শিক্ষা কর্মচারীদের জন্যও এমন ধরনের বিজ্ঞপ্তি জারি করা হলো।
সাম্প্রতিক মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চলতি বছরে গ্রীষ্মের ছুটি অনেকটা আগে থেকে শুরু হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীদের পঠন-পাঠনে ঘাটতি হয়েছে। তাই এবার সেই ঘাটতি পূরণ করতে বাড়তি দায়িত্ব নিতে হবে শিক্ষকদের।
১৫ ই জুন থেকে স্কুল খোলার পর প্রয়োজন মতো অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষকদের। যাতে করে ক্লাসের ঘাটতিগুলি পূরণ করা যায়। এর পাশাপাশি স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার দিকেও সতর্ক করা হয়েছে স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মচারীদের।
তবে এখানেই শেষ নয়, গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর স্কুলের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে যাতে অসুবিধা না হয় তার দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে শিক্ষকদের। বিশেষ করে টিফিন টাইমে। মধ্যশিক্ষা পর্ষদ তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিফিনের সময় শিক্ষকরা শুধুমাত্র টিফিন করতে পারবে এবং ছাত্র স্বার্থে কোনো কাজ করতে পারবে। এছাড়া আর কিছুই করতে পারবে না। এর পাশাপাশি স্কুল শিক্ষক এবং শিক্ষা কর্মচারীরা প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া যখন তখন স্কুল ছাড়তে পারবে না। মূলত, চলতি বছরের গ্রীষ্মের ছুটি লম্বা হওয়ায় স্কুলের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে ঘাটতি দেখা দিয়েছে। আর এই ঘাটতি পূরণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।