
কম-বেশি সকলেরই গাড়ির প্রতি একটা আলাদা টান রয়েছে। আর এই গাড়ির এক অপরিহার্য অংশ হলো টায়ার। বলা যায় যেটা ছাড়া গাড়ি চলবে না। তবে বর্তমানে গাড়িতে ব্যবহৃত টায়ার দু’রকম ভাবে পাওয়া যাচ্ছে একটি টিউবলেস এবং একটি টিউব টায়ার। আর এই দুটি টায়ার বাজারে উপলব্ধ হওয়ায় ক্রেতারা দ্বন্দ্বে পড়ে গেছেন কোন টায়ার যুক্ত গাড়ি ভালো অথবা কোন টায়ার বেশি টেকসই। আজকের প্রতিবেদনে এই দুটি টায়ারেরই সুবিধা এবং অসুবিধা প্রসঙ্গে জানানো হয়েছে। তাই এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কোনটা একটি বেশি সুবিধা যুক্ত।
প্রথমে জেনে নেওয়া যাক টিউব টায়ারের সুবিধা-অসুবিধা প্রসঙ্গে। বর্তমান বাজারে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে টিউবলেস টায়ার উপলব্ধ হলেও অনেকদিন থেকে গাড়িতে টিউব টায়ারই ব্যবহার করা হয়ে আসছে। এই টায়ারগুলির মধ্যে নির্দিষ্ট টিউব থাকে। তবে এই টায়ারের একটি বিরাট সুবিধা রয়েছে।
টিউব টায়ারের সবচেয়ে বড় সুবিধা হল খুব সস্তায় পাওয়া যায় এই টায়ার। যা মধ্যবিত্তদের জন্য উপযোগী। কম খরচে পাওয়া যায়। সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। আর সেই অসুবিধা হল টায়ার পাংচার হওয়া। টিউব টায়ারের ক্ষেত্রে টায়ার পাংচার হলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তবে এই টিউব টায়ার পাংচার হলে তা খুব কম সময়ে কম খরচে বদলে নেওয়া যায়।
তবে টিউব টায়ার বহুদিন ধরে বাজারে চলে আসলেও বর্তমানে ব্যাপক হারে চাহিদা বেড়েছে টিউবলেস টায়ারের। যা ক্রেতারা গাড়িতে লাগাতে বেশ আগ্রহী হচ্ছেন। তবে এই টায়ারে রয়েছে একাধিক সুবিধা। নাম শুনেই বোঝা যাচ্ছে এই টায়ারের সুবিধা। টিউবলেস টায়ারের এক বিরাট বড় সুবিধা হল এটি টিউবিহীন হওয়ায় টায়ার পাংচার হলেও গাড়ি থামবে না চলতে থাকবে। এক্ষেত্রে ভেতরের টিউবটি বাতাস বন্ধ করার জন্য ব্যবহার করা হয় না।
তবে টায়ার এবং রিমেল মধ্যে একটি এয়ারটাইট সিল থাকে যা এয়ার লিকেজ প্রতিরোধ করে। কিন্তু ছোটখাটো পাংচার হলে অভ্যন্তরীণ বাতাস বেরিয়ে যায় না। ফলে পাংচার হওয়ার পরেও গাড়ি অনেক দূর ছোটে। এর পাশাপাশি টিউবলেস টায়ারের সাইড ওয়ালগুলি শক্ত হওয়ায় গাড়িকে ভালো নিয়ন্ত্রণে রাখে। এমনকি এই টিউবলেস টায়ার যুক্ত গাড়িগুলি বেশ ভালো মাইলেজ প্রদান করে।
একাধিক সুবিধা থাকার কারণে অনেকেই এই টিউবলেস টায়ার কেনার জন্য আগ্রহী হন। কিন্তু এই টায়ারের অসুবিধাও রয়েছে। এই টিউবলেস টায়ারের অসুবিধা হলো টিউব টায়ারের তুলনায় এই টায়ারের দাম অনেক বেশি। এর পাশাপাশি সব গাড়িতে এই টিউবলেস ব্যবহার করা যায় না। সেই সব রিমেই এই টায়ার ফিট হয় যেসব বিশেষভাবে এই টায়ারের জন্যই তৈরি করা হয়েছে। তবে বর্তমানে বাজারে টিউব টায়ারের পাশাপাশি টিউবলেস টায়ারেরও বেশ চাহিদা রয়েছে।