বিনোদন

চুটিয়ে প্রেম করছেন “মিঠাই”এর সিড! নিজের মুখে ফাঁস করলেন সিক্রেট

বাঙালীর প্রতিটা ঘরেই সন্ধ্যা মানেই স্টার জলসা নতুবা জি বাংলা। এই দুটি চ্যানেলের এক ঝাঁক ধারাবাহিকের মধ্যে দর্শকদের অত্যন্ত প্রিয় ধারাবাহিকটি হল – ‘মিঠাই’। মিঠাই-এর সৌমিতৃষাকে (Soumitrisha) যেমন সকলে খুব পছন্দ করেছেন, তেমনি সিদ্ধার্থ মোদককেও ভালোবেসেছেন হাজারো মেয়ে অনুরাগীরা। তাই তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ প্রবল অনুরাগীদের মধ্যে।

মিঠাই এর শুরুতে সিদ্ধার্থ অর্থাৎ সিড এর চরিত্রটি প্রথমেই মন কেড়ে নিয়েছিল সকল দর্শকদের। মিঠাইয়ের উচ্ছে বাবুর রাগী চরিত্রটি তার ভক্তদের সংখ্যা এক লাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। তবে গল্পের সাথে সাথে তার চরিত্রেরও অনেক বদল ঘটে। রাগী সিড রোমান্টিক সিডেও পরিণত হয়। আজ বহুদিন ধরে মিঠাই সিরিয়ালটি চললেও সিডের প্রতি অনুরাগীদের ভালোবাসা এক চিলতেও কম হয়নি। মিঠাই এর এই সিডের আসল নাম আদৃত রায় (Adrit Roy)।

মেয়ে অনুরাগীদের একটি বড় প্রশ্ন ছিল আদৃত রিয়েল জীবনে প্রেম করেন কিনা। কিন্তু এখনও পর্যন্ত আদৃতের মুখ থেকে তার প্রেমিকার নাম জনসমক্ষে প্রকাশিত হয়নি। তবে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নন্দা অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে তার বেশ কিছু ছবি দেখে ভক্তরা ধরে নিয়েছিলেন তার প্রেমিকা হলেন কৌশাম্বী।

কৌশাম্বীর সাথে তার একটি ফটোতে তিনি কৌশাম্বীকে প্রিয় বান্ধবী হিসাবে মেনশন করেন। এরপর আবার সৌমিতৃষা কৌশামী ও আদৃতের ত্রিকোণ প্রেমের গুজব ওঠে। তবে সে সমস্ত গুজবে জল ঢেলে আদৃত একটি ইন্টারভিউতে বলেন যে তারা কেবলই ভালো বন্ধু।

তবে আদৃত যে কারও সঙ্গে প্রেম গঠিত সম্পর্কে জড়িত সেটা তিনি স্বীকার করেন। প্রেমিকার নাম যদিও প্রকাশ্যে আনতে এখনই নারাজ তিনি। তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি ইন্টারভিউতে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি প্রেমিক হিসেবে কেমন? তখন তিনি উত্তরে বলেন যে, এই উত্তরটি ভালো দিতে পারবে তার প্রেমিকাই।