বিনোদনভাইরাল

নুসরত না মিমি? ‘স্মার্ট দিদি’ নন্দিনীর বায়োপিকে অভিনয় করবে কোন সুন্দরী?

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি নাম ‘নন্দিনী’। একজন যুবতী যিনি রাস্তার পাশে হোটেল চালান। সেই অঞ্চলে অফিসের মাঝে কিংবা রাস্তার পথচারী যারা ক্ষুধার্ত থাকেন তাদের কাছে সাময়িক খিদে মেটানোর ঠিকানা নন্দিনীর হোটেল। সেই হোটেলে রয়েছে যাবতীয় বাঙালি রান্নার বিভিন্ন পদ। একনাগাড়ে দুই বছর লড়াই করার পর সকলের সামনে উঠে এসেছেন তিনি।

তার দোকানে এখন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, নেতা-মন্ত্রীদের ভিড় লেগেছে। স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে সময় লাগেনি। তার দীর্ঘ লড়াইয়ের এক কাহিনি উঠে আসে একটি ভিডিওতে। সেই ভিডিওটির কমেন্ট বক্সে একটি মন্তব্য উঠে এসেছে, “এবার বায়োপিক আসবে”। মন্তব্যটি বিদ্রুপ করে করা হয়েছে তা সকলে বুঝলেও যদি সত্যিই এমন হয়!

যদি সত্যিই নন্দিনীর এই লড়াইয়ের কাহিনি পর্দায় প্রকাশ পায় তবে কাকে তার চরিত্রে দেখতে চান এমন প্রশ্ন তাকে করা হলে একটু চমকে যান ওই যুবতী। রোজকার মতন সাধারণ কালো টি-শার্ট ও ট্রাউজার পরে সেদিনও তিনি হোটেলের পাশেই দাঁড়িয়ে ছিলেন কিছু সময়। সেইসময় তাকে বায়োপিকের কথা জিগ্যেস করা হলে তিনি প্রথমে চমকে যান।

কিন্তু নিজের কাহিনি পর্দায় ফুটিয়ে তোলা হলে সেই জায়গায় তিনি মিমি নাকি নুসরাতকে দেখতে চান। এই প্রশ্নে মিমিকে কিছুতেই চিনতে পারেননি নন্দিনী। তবে নুসরাতকে চিনতে পারলেও তার কাছে পর্দার আড়ালে থাকতে তিনি পছন্দ করেন। তিনি ‘দিদি নং ওয়ান’-এ গিয়ে বুঝতে পেরেছেন ক্যামেরার সামনে থাকার ঝক্কি।

তাই নিজের হোটেল ও একটি ইউটিউব চ্যানেল নিয়ে বেশ আছেন তিনি। তবে পাড়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে সকলে কৃতি স্যানোন নাম দিয়েছেন। তাই তার ইচ্ছে সেই বলিউড অভিনেত্রীই করতে পারেন সেই চরিত্র। এরই মাঝে হোটেল বেশ নাম করেছে এবং বাড়ছে বিক্রি। তবে নিজের নয়, বাবার হোটেল বলেই পরিচয় দেন তিনি সকলকে। তিনি সামান্য কর্মচারী।