‘টক্সিক সম্পর্ক’, নিখিলকে ছেড়ে যশের হাত ধরে বেরিয়ে আসার কারণ ফাঁস করলেন অভিনেত্রী নুসরাত জাহান

টলি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটি হলো যশ-নুসরত (Yash-Nusrat)। সাম্প্রতিক সময়ে ছেলে ঈশানকে নিয়ে সুখে স্বাচ্ছন্দে জীবন কাটছে এই দম্পতির তবে পূর্বে নুসরতের অন্য সম্পর্ক ছিল বলে জানা যায়। তবে পরবর্তীতে তিনি যশের সাথে পালিয়ে যান এমনটাই প্রকাশ্যে এনেছেন যশরত। সম্প্রতি ভাইরাল হয়েছে এই দম্পতির পালিয়ে যাওয়ার আসল ঘটনা।
প্রসঙ্গত, ২০১৯ সালে অভিনেত্রী নুসরত জাহান বিবাহ করেন নিখিল জৈনের সাথে। তবে পরবর্তীতে তাদের সেই সম্পর্ক ‘টক্সিক’ বলে দাবি করেন নুসরত। তিনি জানান তাঁদের কোনো বিবাহই হয়নি। তারা লিভ ইনে থাকতেন। পরবর্তীতে হাইকোর্টও জানান, নিখিল-নুসরতের মধ্যে কোনো আইনি বিবাহ হয়নি।
আর তারপরেই যশের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে নুসরত। তাদের সেই বিষাক্ত সম্পর্ক ভেঙে যশের সাথে পালিয়ে যান নুসরত, এমনটাই যশরাত জানিয়েছে একটি শোতে। অতীতের এক শো-এর সাক্ষাৎকারে যশরত তাঁদের সম্পর্কে কথা প্রকাশ্যে এনেছিলেন। তাঁরা জানিয়েছিলেন তাঁদের কিভাবে সম্পর্ক হয়েছিল এবং তাঁরা কেন পালিয়ে গিয়েছিলেন।
জানা গিয়েছে, পূর্বে একটি চ্যাট শো-এর সঞ্চালনা করতেন নুসরত। আর সেখানেই অতিথি হিসেবে আসেন অভিনেতা যশ দাশগুপ্ত। আর সেখানেই তাঁদের কথোপকথনে জানা যায় তাদের সম্পর্কের কথা এবং পালানোর কথা। জানা গিয়েছে, একটি শুটিং পর্বের মাধ্যমে সম্পর্কের সূত্রপাত ঘটে যশ-নুসরতের সাথে। পরবর্তীতে কোনো সমস্যায় তারা ব্রেকআপ করার জন্য দেখা করতে যান। আর সেখানেই তাঁরা সবকিছু মিটিয়ে নিয়ে পলাতক হন। পরবর্তীতে একবার যশের সাথে লংড্রাইভে যান নুসরত। তাদের ধাওয়া করে সংবাদমাধ্যম। আর সেখানেই নুসরত জানিয়েছিলেন, ‘বিষাক্ত’ সম্পর্ক থেকে পালানো ছাড়া তার উপায় ছিল না।