অর্থনীতিনিউজ

বাড়িতে পুরনো ২০ টাকার এই নোট থাকলে আপনি হবেন কোটিপতি, কিভাবে জানুন বিস্তারিত

ধনী ব্যক্তি হওয়ার ইচ্ছা কম-বেশি সকলেরই রয়েছে। তবে ঠিকঠাক ভাবে উপার্জন না করার ফলে অনেকেই সেই ইচ্ছা থেকে বঞ্চিত হন। তবে রয়েছে একটা উপায়। যা থাকলেই মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারেন লাখপতি। চিন্তা নেই, করতে হবে না কোনো কাজ। বাড়িতে বসেই পেয়ে যাবেন লাখ লাখ টাকা। তাই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন সেই লাখ টাকা উপার্জন করার উপায়।

পুরোনো দিনের নোট সঞ্চয় করে রাখার অভ্যাস কম-বেশি অনেকেরই রয়েছে। আজকের যুগে সেই নোটের মাধ্যমে লাখ টাকার বাজিমাত করতে পারে যে কোনো ব্যক্তি। অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি পুরোনো দিনের ২০ টাকার নোট থাকে তাহলে তিনি সেই টাকা বিক্রি করে উপার্জন করতে পারবেন ৫ লাখ টাকা। তবে হ্যাঁ, পুরোনো দিনের যে কোনো নোট বিক্রি করলে সেই টাকা উপার্জন সম্ভব নয়। একটি নির্দিষ্ট নম্বর সেই ২০ টাকার নোটে থাকলেই ৫ লাখ টাকা আয় করতে পারবে সেই ব্যক্তি।

এখন প্রশ্ন হল কিভাবে এই নোট বিক্রি করে উপার্জন করা সম্ভব? খুবই সহজ, বাড়িতে বসে অনলাইনে কয়েন বাজার অথবা quicker-এর মাধ্যমে এই পুরোনো নোট বিক্রি করে লাখপতি হতে পারবেন। তবে তার জন্য বেশ কিছু ধাপ অবলম্বন করতে হবে। সেই ধা গুলি হল প্রথমে সেই ব্যক্তিকে কয়েন বাজার বা কুইকারে বিক্রেতা হিসেবে সমস্ত তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তারপর সেই ওয়েবসাইটে যে পুরোনো নোট বিক্রি করতে চান সেই পুরোনো নোটের ছবি আপলোড করতে হবে। যা ওই ওয়েবসাইট বিজ্ঞাপন হিসেবে দেখাবে। তারপরে যে ব্যক্তি বা ক্রেতা ওই পুরোনো নোট কিনতে ইচ্ছুক হবে সেই ব্যক্তি বিক্রেতার সাথে যোগাযোগ করে লাখ টাকার বিনিময়ে ওই পুরোনো নোট কিনে নেবে।

তবে হ্যাঁ, সব পুরোনো নোট কিন্তু নয়। পুরোনো নোটে থাকা একটি নম্বরের ভিত্তিতেই সেই নোট বিক্রি হয়। সেরকমই এই ২০ টাকার নোটে থাকতে হবে ৭৮৬ নম্বর। যে ব্যক্তির কাছে এই ৭৮৬ নম্বরের ২০ টাকার নোট রয়েছে তিনি এই নোট বিক্রি করে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবে। আছে নাকি কারো কাছে এই নম্বরের ২০ টাকার নোট? তাহলে শীঘ্রই উপরোক্ত ওয়েবসাইটে ছবি আপলোড করে মুহূর্তের মধ্যে হয়ে যান লাখপতি।