টেক নিউজনিউজ

মাত্র ১ লাখে বাড়িতে আনুন মারুতি সুজুকির এই গাড়ি, রয়েছে দুর্দান্ত মাইলেজ

ভারতে গত কয়েক বছরে ৪ চাকা গাড়ির ব্যবহার বেশ বেড়ে গেছে। মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তের মানুষেরা হ্যাচব্যাক গাড়ির সেগমেন্ট বিশেষ পছন্দ করেন। এই গাড়িগুলির দাম খুব একটা বেশি হয় না। কিন্তু মাইলেজ আর ডিজাইন দারুন হয়ে থাকে।

এই গাড়ির দাম এমনিতেই তুলনামূলক কম। কিন্তু তার থেকেও যদি কম দামে বাজারে পাওয়া যায়, তাহলে? ২০২৩ সালের এপ্রিলে মারুতি সুজুকির ওয়াগনার দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে অন্যতম। এই গাড়ির দাম কম হলেও, এর লুক প্রিমিয়াম কোয়ালিটির।

আপনার যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে, কিন্তু বাজেট কম তাহলে এই গাড়িটি কিনতে পারেন। এর সেকেন্ডের সংস্করণ আরো কম খরচে পেয়ে যাবেন। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে CARS24 -এর ওয়েবসাইটের অফারগুলি দেখতে পারেন। ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মারুতি সুজুকি ওয়াগনার মাত্র ১ লাখ ৯ হাজার ১৯৯ টাকায় পেয়ে যাবেন‌।

গাড়িটি তৈরীর সময় কাল ২০০৮ সালের ফেব্রুয়ারি মাস। এটি ওয়াগনারের LXI মডেল। যেটি এখনো পর্যন্ত ৩৮ হাজার ৪৫ কিলোমিটার পথ চলেছে। এই গাড়িতে কেবলমাত্র পেট্রোল ব্যবহার করা হয়েছে। এই গাড়িটির ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে।

এটি দিল্লির আরটিও তে নিবন্ধিত। এই গাড়িটিতে রয়েছে ১ বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি। এছাড়াও কোম্পানি ক্রেতাকে ৭ দিনের মানিব্যাক গ্যারান্টি দিচ্ছে। গাড়িটি কেনার সাত দিনের মধ্যে ঠিকঠাক অবস্থায় আপনি ফেরত দিলে, সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবেন। ইএমআই গাড়িটি কিনতে চাইলে সেই সুবিধা ও পেয়ে যাবেন। এর জন্য আপনাকে মাসে ২৫৩৬ টাকা দিতে হবে।