বিনোদন

শাহরুখের হাতে থাকা এই নীল ঘড়ির টাকায় কেনা যাবে ২০টি বিলাসবহুল ফ্ল্যাট, দাম জানলে মাথা ঘুরবে

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ নিয়ে বলিউডে কামব্যাক করে ম্যাজিক দেখালেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। এই ছবি নিয়ে মাঝে বিতর্ক উঠলেও পরবর্তীতে সেই বিতর্ককে উড়িয়ে বলিউডে ইতিহাস গড়লেন শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’। তবে এই ছবি সম্প্রচারের মাঝে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই জুটির এক ভিডিও। আর সেই ভিডিওতে নেটজনতার নজর গেছে অভিনেতা শাহরুখের উজ্জ্বল ঘড়ির দিকে।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় সকাল বেলা ঘুম থেকে উঠে স্নানঘরে হাজির দীপিকা-শাহরুখ। যেখানে শাহরুখ খানকে রূপচর্চা করার কৌশল দেখালেন দীপিকা। আর সেই ভিডিওতে শাহরুখের হাতে ছিল উজ্জ্বল নীল রঙের একটি ঘড়ি। যা নজর কাড়ে সকল নেটজনতার। তবে সম্প্রতি সেই উজ্জ্বল ঘড়ির তথ্য উঠে এসেছে একটি ফ্যাশন ব্লগিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ডায়েট সব্য’-তে। এই অ্যাকাউন্টের মাধ্যমে জানা গিয়েছে শাহরুখের এই ঘড়ির দাম সহ ঘড়ির কোম্পানির নাম।

‘ডায়েট সব্য’ অ্যাকাউন্ট জানিয়েছে শাহরুখ খানের হাতে থাকা নীল রঙের উজ্জ্বল ঘড়ির দাম ৪.৯৮ কোটি টাকা। এছাড়া এও জানা গিয়েছে যে, এই ঘড়িটি একটি নামিদামি কোম্পানির। যা শুনে আঁতকে উঠেছে নেটজনতা। তবে কেনই বা পড়বেন না এই ঘড়ি শাহরুখ খান? কারণ আর্থিক দিক থেকে এশিয়া মহাদেশের প্রথম পাঁচে নাম রয়েছে শাহরুখ খানের। তার পক্ষে এই ঘড়ি কেনা অসম্ভব কোনো ব্যাপার নয়।

বর্তমান সময়ে মুম্বাইয়ে বাদশা হিসেবে রাজ করছেন শাহরুখ খান। রয়েছে তাঁর সুন্দর অট্টালিকা, গাড়ি সহ আরো নামিদামি ব্রান্ডেড জিনিস। এইসব কিছুর পাশাপাশি আরব সাগরের তীরবর্তী অঞ্চলে রয়েছে তাঁর ২০০ কোটি টাকারও বেশি ‘মন্নত’। এছাড়াও, অভিনেতা শাহরুখ ও তাঁর স্ত্রীর দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় রয়েছে বাসস্থান। তার সাথে রয়েছে ব্র্যান্ডেড গাড়িও। তবে সম্প্রতি এই ঘড়ির প্রসঙ্গেই চর্চায় উঠে এসেছেন শাহরুখ খান। এছাড়া, তার ‘পাঠান’ নিয়ে তো চর্চা চলছে এখনো। সারা বিশ্বব্যাপি প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা করবে এই ‘পাঠান’, অনুমান বাণিজ্য বিশ্লেষকদের।