নিউজ

PNB Recruitment 2023: প্রতি মাসে বেতন পাবেন ৭৮ হাজার টাকা, সেরা চাকরির সুযোগ দিচ্ছে PNB

ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখেন। এবার তাদের জন্যই সুযোগ এনেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)। এমনিতেই চাকরির বাজার খুব একটা ভালো না। তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ হতে চলেছে। এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। আপনারা চাইলে সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি পড়তে পারবেন। আর চাইলে আবেদন করতে পারবেন।‌

এই প্রক্রিয়া শুরু হয়েছে চলতি বছরের ২৪ শে মে থেকে। ১১ ই জুন পর্যন্ত আবেদন করা যাবে এই পদের জন্য। অফিসার, ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে আবেদন করতে পারবেন। মোট ২৪০ টি শূন্য পদ রয়েছে।

তবে আপনাদের জানিয়ে রাখি দেশের যেকোনো পোস্টিং হতে পারে। অর্থাৎ গোটা দেশের যেখানে যেখানে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা রয়েছে, সেগুলোর মধ্য থেকে যেকোনো শাখায় পোস্টিং হতে পারে। এক্ষেত্রে বেতন থাকবে ৩৬ হাজার টাকা থেকে শুরু করে ৭৮ হাজার ২৩০ টাকা পর্যন্ত। তবে এটি সম্পূর্ণ নির্ভর করবে পদ ও প্রার্থীর অভিজ্ঞতার ওপর।

মোট শূন্য পদ:

অফিসার ক্রেডিট – ২০০ টি‌
অফিসার ইন্ডাস্ট্রি – ৮ টি
অফিসার ইকোনোমিক্স – ৬ টি
ম্যানেজার ইকোনোমিক – ৪ টি
ম্যানেজার সাইবার সিকিউরিটি – ৪ টি
ম্যানেজার ডেটা সাইন্টিস্ট – ৩ টি
সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি – ৩ টি
সিনিয়র ম্যানেজার ডেটা সাইন্টিস্ট – ২ টি
অফিসার আর্কিটেক্ট – ১ টি।

যোগ্যতা:

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকাল/কেমিক্যাল/ টেক্সটাইল/ মাইনিং/ মেটালার্জি/ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং -এ বি.টেক অথবা বি.ই করতে হবে। সংশ্লিষ্ট বিভাগে নূন্যতম ৬০ শতাংশ মার্কস নিয়ে পাস করতে হবে। এছাড়াও পেশাদারী অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৩৮ বছরের মধ্যে।

নির্বাচন প্রক্রিয়া:

প্রার্থীদের অনলাইনে ১০০ মার্কসের লিখিত পরীক্ষা ও ৫০ মার্কসের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি:

সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।

আবেদন ফি:

সাধারণ বিভাগের প্রার্থীদের ১১৮০ টাকা আবেদন ফি দিতে হবে।‌ আর সংরক্ষিত প্রার্থীদের ৫৯ টাকা আবেদন ফি দিতে হবে।‌